:::: MENU ::::

Wednesday, 24 January 2018

সংস্কৃত ভাষায় 'জ্ঞানপীঠ ' শব্দের অর্থ "জ্ঞানের বেদি"। ১৯৬১ সালে জ্ঞানপীঠ পুরস্কার চালু হয়।
পুরস্কার স্বরূপ কিছু টাকা, সঙ্গে জ্ঞান, শিল্পকলা ও সংগীতের দেবী সরস্বতীর একটি প্রতিমূর্তি এবং একটি মানপত্র দেওয়া হয়।
   
                        ✓ ১৯৬৫ সালে মালায়লাম লেখক জি শঙ্কর কুরূপ তাঁর "ওডাক্কুঝল(বাঁশি)"  সাহিত্য কর্মের জন্য প্রথম এই পুরস্কার লাভ করেন।

                        ✓ ১৯৮২ সালের আগে পর্যন্ত কোনো একটি নির্দিষ্ট বইয়ের জন্য জ্ঞানপীঠ পুরস্কার দেওয়া হত। কিন্তু তার পর থেকে ভারতীয় সাহিত্যে জীবনব্যাপী অবদানের জন্য এই পুরস্কার দেওয়া হতে থাকে।

                **** পুরস্কার প্রাপক ****

১.  ১৯৬৬ - তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায় (গনদেবতা)

২.  ১৯৭১ - বিষ্ণু দে (স্মৃতি সত্ত্বা ভবিষ্যৎ)

৩.  ১৯৭৬ - আশাপূর্ণা দেবী (প্রথম প্রতিশ্রুতি)

৪.  ১৯৯১ - সুভাষ মুখোপাধ্যায় (পদাতিক)

৫. ১৯৯৬ - মহাশ্বেতা দেবী (হাজার চুরাশির মা)

৬. ২০০৬ - শঙ্খ ঘোষ

                            
     
               ✌️Always ready to #HELP You✌️

   Please do Subscribe Our YouTube Channel

                        " PRINCE'S  WORLD "                                   
                          for more Updates

               
       https://www.youtube.com/channel/UC6CXeHcGOuxZNd_I8VneR6A

    

0 comments:

Post a Comment