:::: MENU ::::

Tuesday, 26 January 2021

নাট্যকার তারাশঙ্কর- একটি সংক্ষিপ্ত আলোচনা ------------------------------------------------


 তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়কে আমরা মূলত বিখ্যাত ঔপন্যাসিক ও ছোটগল্পকার হিসেবেই জেনে এসেছি। কিন্তু তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায় নাটক লেখাতেও হাত পাকিয়েছেন। কিন্তু সেভাবে জনপ্রিয়তা অর্জন করতে সক্ষম হননি। প্রথম জীবনে তাঁর নাট্যকার হবার বিরাট স্বপ্ন ছিল, কিন্তু সেভাবে সফলতা লাভ করতে পারেননি। নাট্যাভিনয়ের সঙ্গে তাঁর পরিচয় হয় সাত বছর বয়সে তবে তা দর্শক হিসেবে। তারাশঙ্কর তৃতীয় পাণিপথের যুদ্ধ অবলম্বনে প্রথম একটি নাটক লেখেন। নাটকটির নাম "মারাঠাতর্পণ"। আমার সাহিত্য জীবন" গ্রন্থে এ নাটক সম্পর্কে লিখেছেন- "নাটক আমাদের রঙ্গমঞ্চে অভিনীত হল। নাটকখানি মঞ্চে অাশ্চর্যরকম জমে গেল" "অভিনয়ের পর নির্মলশিব বাবু বললেন, নাটকখানিকে ভাল নকল করে আমাকে দে আমি কলকাতায় দেখাব। আর্ট থিয়েটারে দেব।" আর্ট থিয়েটারের অধ্যক্ষ অপরেশচন্দ্র মুখোপাধ্যায় অবশ্য সে পাণ্ডুলিপি না পড়েই ফিরিয়ে দেন। এতে তারাশঙ্কর খুব ব্যথিত হন। তিনি বলেন - "... এই অাঘাত আমার মুখ ফিরিয়ে দিলে রঙ্গমঞ্চ এবং নাটকের পথ থেকে; নাটক আর লিখবো না স্থির করলাম।"

 তারাশঙ্করের নাটকের সংখ্যা প্রায় কুড়িটি। এর মধ্যে এগারোটি গ্রন্থাকারে মুদ্রিত। নামতালিকার পাশাপাশি নাটকগুলির অঙ্ক সংখ্যা দেওয়া হলো-

 ১) কালিন্দী(চার অঙ্ক) 
২)দুই পুরুষ(চার অঙ্ক) 
৩)পথের ডাক(চার অঙ্ক) 
৪)দ্বীপান্তর (চার অঙ্ক) 
৫) বিংশ শতাব্দী(তিন অঙ্ক) 
৬)চকমকি(দুই অঙ্কের প্রহসন) 
৭)যুগবিপ্লব(তিন অঙ্ক) 
৮)কবি(চার অঙ্ক) 
৯)কালরাত্রি(একাঙ্ক নাটক) 
১০)সংঘাত(তিন অঙ্ক) 
১১)আরোগ্য নিকেতন(চার) এছাড়া
 'উমানন্দের মন্দির', 
'ডাইনির মায়া', '
প্রভৃতি একাঙ্ক নাটকগুলি বেতারে অভিনয়ের জন্য রচনা করেছিলেন। যে পাণ্ডুলিপি বর্তমানে দুষ্প্রাপ্য। "বিগ্রহ প্রতিষ্ঠা" একাঙ্ক নাটকটি ডঃ সাধনকুমার ভট্টাচার্য ও ডঃ অজিতকুমার ঘোষ সম্পাদিত "একাঙ্ক সঞ্চয়ন"(১৯৬০) এর অন্তর্ভুক্ত। তারাশঙ্করের কয়েকটি নাটক মঞ্চস্থ হয়েছিল এবং দু-একটি সফলতা অর্জন করেছিল। 

নাটকগুলি যেখানে মঞ্চস্থ হয়েছিল তার ছোট্ট তালিকা করলাম- 

১)কালিন্দী--> নাট্যনিকেতনে স্টার রঙ্গমঞ্চে 

২)দুই পুরুষ--> নাট্যভারতীতে 

৩)পথের ডাক--> নাট্যভারতীতে 

৪)দ্বীপান্তর--> কালিকা থিয়েটারে। 

৫)বিংশ শতাব্দী--> রঙমহলে 

৬)কবি --> রঙমহলে 

৭)আরোগ্য নিকেতন-->বিশ্বরূপা মঞ্চে।

তিনি দু-চারটি নাটক উৎসর্গও করেছিলেন। সে

তুলে ধরলাম। 

১)পথের ডাক- জগদীশ ভট্টাচার্য 

২)দ্বীপান্তর- দেবীপ্রসাদ রায়চৌধুরী 

৩)কবি(নাট্যরূপ)- মোহিতলাল মজুমদার 

৪) দুই পুরুষ- শান্তিশঙ্কর মুখোপাধ্যায়/ সনৎকুমার বন্দ্যোপাধ্যায় / সরিৎকুমার বন্দ্যোপাধ্যায় 

৫)চকমকি- শরদিন্দু বন্দ্যোপাধ্যায় তিনি স্বরচিত গল্পের নাট্যরূপও দিয়েছিলেন। তাঁর "নুটু মোক্তারের সওয়াল" গল্পটির নাট্যরূপ "দুই পুরুষ"। পিতা-পুত্র গল্পটি "সংঘাত" নাটকের আদিবীজ। "দ্বীপান্তর" নাটকের শেষাংশ "আখড়াইয়ের দীঘি" গল্পটিকে স্মরণ করায়। (সুব্রত) (একটু সময়ের অবসরে)

Tuesday, 3 March 2020



         🔺চৈতন্যজীবনী সাহিত্য 🔺 



🔻সংস্কৃত ভাষায় রচিত :----- 


⭕️ চৈতন্য দেবের দাদা বিশ্বরূপ একটা তাল পাতার পুথি লিখেছিলেন, যেখানে চৈতন্যের জন্ম রহস্য ও ভবিষ্যৎ ইঙ্গিত ছিল ।যদিও বইটি কালের গর্ভে আজ লুক্কায়িত ।বইটির নাম #সম্ভাবামি#। তথ্য সূত্র ⏩গোরা➖শৈবাল মিত্র 

⭕️ মুরারি গুপ্তের কড়চা :------ সংস্কৃত ভাষায় রচিত চৈতন্যজীবনী কাব্যের মধ্যে 'মুরারি গুপ্তের কড়চা' বা 'শ্রীশ্রীকৃষ্ণচৈতন্যচরিতামৃতম্' আদিতম গ্রন্থ। মুরারি গুপ্ত তাঁর কড়চায় চৈতন্য জীবনের বাল্য থেকে তিরোধান পর্যন্ত ঘটনা বর্ণনা করেছেন। 

⭕️চৈতন্যের জীবন-কাহিনি নিয়ে চৈতন্যদেবের জীবৎকালে একখানি সংস্কৃত নাটক লেখা হয়েছিল। নাটকটির রচয়িতা "বঙ্গদেশীয় বিপ্র"। 

⭕️পরমানন্দ সেন(কবি কর্পূর) :----- পরমানন্দ "কবিকর্ণপূর" নামে পরিচিত ছিলেন। তিনি পারম্যবাদের প্রবক্তা। চৈতন্যদেবের জীবন কাহিনি নিয়ে "চৈতন্যচন্দ্রোদয়"নামক একটি সংস্কৃত রূপক নাটক রচনা করেন। নাটকটি দশ অঙ্কে সমাপ্ত। এছাড়া তিনি সংস্কৃতে একটি মহাকাব্য রচনা করেন ।চৈতন্যজীবনী মহাকাব্যের নাম "চৈতন্যচরিতামৃত "। শেষ বয়সে এসে কবি কর্ণপুর "গৌরগর্ণোদ্দেশদীপিকা" গ্রন্থ রচনা করেন। 

⭕️প্রবোধানন্দ সরস্বতী :---- প্রবোধানন্দ সরস্বতী চৈতন্য জীবন অবলম্বনে চৈতন্যচন্দ্রামৃত নামে একটি স্তব গ্রন্থ রচনা করেন। 


🔻বাংলা ভাষায় রচিত :----- 


⭕️বৃন্দাবন দাসের চৈতন্যভাগবত:---- চৈতন্যজীবনী কাব্যগুলির মধ্যে বৃন্দাবন দাসের 'শ্রীচৈতন্যভাগবত' গ্রন্থটি বাংলায় রচিত প্রথম চৈতন্যজীবনী কাব্য। @রচনাকাল :চৈতন্যভাগবতের রচনাসমাপ্তিকাল ১৫৩৫-৩৬ অব্দ। @ এই কাব্যটি তিনটি খন্ডে বিভক্ত। আদি খন্ডে ১৫ টি অধ্যায়, মধ্য খন্ডে ২৭ টি অধ্যায় এবং অন্ত্য খন্ডে ১০ টি অধ্যায়ে বিভক্ত। 

⭕️কৃষ্ণদাস কবিরাজ চৈতন্যচরিতামৃত :---- চৈতন্যজীবনী কাব্যের মধ্যে সর্বোপরি প্রমাণিক গ্রন্থ "চৈতন্যচরিতামৃত"।এর রচয়িতা কৃষ্ণদাস 'কবিরাজ'। @রচনাকাল : চৈতন্যচরিতামৃত ১৬১০ অব্দের বেশ কিছু কাল আগে লেখা হয়েছে। @কৃষ্ণদাসের কাব্য তিনটি খন্ডে বিভক্ত। তবে এখানে খন্ডের নাম 'লীলা'।প্রত্যেক লীলা কয়েকটি পরিচ্ছেদে বিভক্ত। আদি লীলা সতেরো পরিচ্ছেদ, মধ্য লীলায় পঁচিশ পরিচ্ছেদ , অন্ত্য লীলায় বিশ পরিচ্ছেদে বিভক্ত। @গ্রন্থটি ১১৫২৬ টি শ্লোকে সমন্বিত। যার মধ্যে চার হাজার শ্লোকেই সংস্কৃত শ্লোকের উদ্ধৃতি। 

⭕️লোচন দাস চৈতন্যমঙ্গল :---- চৈতন্যজীবনী কাব্যের মধ্যে লোচনদাসের 'চৈতন্যমঙ্গল' বাংলা সাহিত্য গুরুত্বপূর্ণ। লোচনদাসের 'চৈতন্যমঙ্গল' লিখেছিলেন মুরারী গুপ্তের অনুসরণে। @রচনাকাল : বিশেষজ্ঞদের আলোচনা অনুসারে বলা যেতে পারে কাব্যটি ১৫৫০-১৫৬৬ খ্রিস্টাব্দের মধ্যে রচিত। @এই কাব্যটিতে চারটি খন্ডে বিভক্ত—সূত্র খন্ড, আদি খন্ড, মধ্য খন্ড, শেষ খন্ড।ছত্র সংখ্যা প্রায় ১১০০০। 

⭕️চূড়ামণি দাসের গৌরাঙ্গবিজয় :----- চূড়ামণি দাসের "গৌরাঙ্গবিজয়" অংশত পাওয়া গিয়েছিল। বইটি একটি মাত্র পুথি জানা আছে। এর গোড়ার কয়েকটি পাতা নষ্ট হয়ে গেছে এবং শেষের দুই-তৃতীয়াংশ নেই। সুকুমার সেন ১৮৫৭ সালে এশিয়াটিক সোসাইটি থেকে চূড়ামণি দাসের 'গৌরাঙ্গবিজয় ' প্রকাশ করেন। পাঁচিলীর রীতিতে রচিত। @রচনাকাল :১৫৪২-১৫৫০ অব্দের মধ্যে গৌরাঙ্গবিজয় রচিত হয়। @কাব্যটি তিনটি খন্ডে বিভক্ত এবং মহাপ্রভুর গয়া থেকে প্রত্যাবর্তনের আদিখন্ডে সমাপ্ত।

 ⭕️জয়ানন্দের চৈতন্যমঙ্গল:- বৃন্দাবন দাসের কাব্য রচনার কিছুকাল পরে জয়ানন্দ মিশ্র তাঁর চৈতন্যমঙ্গল কাব্য রচনা করেন। নগেন্দ্রনাথ বসু ও কালিদাস নাথের সম্পাদনায় এই গ্রন্থ ১৬১২ বঙ্গাব্দে সাহিত্য পরিষদ থেকে প্রথম প্রকাশিত হয়। @রচনাকাল :১৫৫০-১৫৬০ অব্দের মধ্যে জয়ানন্দের চৈতন্যমঙ্গল রচিত হয়েছিল। @জয়ানন্দের কাব্যের ছত্রসংখ্যা মোটামুটি সাড়ে তেরো হাজার। এই কাব্যটি নয় টি খন্ডে বিভক্ত। খন্ডগুলির পরিমাণ অসমান। 

⭕️গোবিন্দদাসের কড়চা:---- চৈতন্যদেবের সন্ন্যাস গ্রহণের পর থেকে দক্ষিণ ভ্রমণ পর্যন্ত সময়ের বিবরণ আছে। ১৮৯৫ অব্দে জয়গোপাল গোস্বামী কর্তৃক প্রকাশিত হয়েছে। তথ্যসূত্র -----সুকুমার সেন(বাঙ্গালা সাহিত্যের ইতিহাস -প্রথম খন্ড)

            বিভিন্ন দেশের মুদ্রা



1. দেশ --> মার্কিন যুক্তরাষ্ট্র, কানাডা, অস্ট্রেলিয়া, নিউজিল্যান্ড, পূর্ব তিমুর, সিঙ্গাপুর, হংকং, ব্রুনাই, জিম্বাবুয়ে, গ্রানাডা, গায়ানা, বেলিজ, জ্যামাইকা, অ্যান্টিগুয়া ও বারমুডা
2. মুদ্রা --> ডলার

1. দেশ --> সুইজারল্যান্ড, মোনাকো, বুরুন্ডি, বেনিন্, মধ্য আফ্রিকান প্রজাতন্ত্র, ক্যামেরুন, চাঁদ, কঙ্গো, আইভরি কোস্ট, গ্যাবন, মালাগাছি, নাইজার, রুয়ান্ডা, সেনেগাল
2. মুদ্রা --> ফ্রাংক

1. দেশ --> কেনিয়া, তাঞ্জানিয়া, সোমালিয়া, উগান্ডা
2. মুদ্রা --> শিলিং

1. দেশ --> সংযুক্ত আরব আমিরাত (UAE), মরক্কো
2. মুদ্রা --> দিরহাম

1. দেশ --> ভারত, পাকিস্তান, শ্রীলঙ্কা, নেপাল
2. মুদ্রা --> রুপি

1. দেশ --> চেক প্রজাতন্ত্র
2. মুদ্রা --> কোরনা

1. দেশ --> স্লোভাক
2. মুদ্রা --> নিউকোরনা

1. দেশ --> কোস্টারিকা, এল সালভাদর
2. মুদ্রা --> কোলন

1. দেশ --> বুলগেরিয়া, রুমানিয়া
2. মুদ্রা --> লেড

1. দেশ --> দক্ষিণ কোরিয়া
2. মুদ্রা --> ওন

1. দেশ --> উত্তর কোরিয়া
2. মুদ্রা --> ওয়ান

1. দেশ --> প্যারাগুয়ে
2. মুদ্রা --> ওয়ারানি

1. দেশ --> মালয়েশিয়া
2. মুদ্রা --> রিংগিট

1. দেশ --> চীন
2. মুদ্রা --> ইউয়ান

1. দেশ --> গুয়েতেমালা
2. মুদ্রা --> কুয়েত জাল

1. দেশ --> মায়ানমার
2. মুদ্রা --> কিয়াট

1. দেশ --> ব্রাজিল
2. মুদ্রা --> রিয়েল

1. দেশ --> কঙ্গো প্রজাতন্ত্র
2. মুদ্রা --> জায়ারে

1. দেশ --> পেরু
2. মুদ্রা --> ইনতি

1. দেশ --> নিরাকাগুয়া
2. মুদ্রা --> করডোবা

1. দেশ --> পোল্যান্ড
2. মুদ্রা --> জোটি

1. দেশ --> ভুটান
2. মুদ্রা --> গুলট্রাম

1. দেশ --> বাংলাদেশ
2. মুদ্রা --> টাকা

1. দেশ --> যুক্তরাজ্য, সাইপ্রাস, মিশর, লেবানন, সিরিয়া
2. মুদ্রা --> পাউন্ড

1. দেশ --> আয়ারল্যান্ড, লুক্সেমবার্গ, ফ্রান্স, বেলজিয়াম, ইতালি, অস্ট্রিয়া, জার্মানি, স্পেন, নেদারল্যান্ড, ফিনল্যান্ড, পর্তুগাল, গ্রিস, মাল্টা, সাইপ্রাস, স্লোভেনিয়া, স্লোভাকিয়া
2. মুদ্রা --> ইউরো

1. দেশ --> ভ্যাটিকান, তুরস্ক
2. মুদ্রা --> লিরা

1. দেশ --> ইয়েমেন, সৌদি আরব, ওমান, কাতার, ইরান
2. মুদ্রা --> রিয়াল

1. দেশ --> আলজেরিয়া, বাহরাইন, কুয়েত, তিউনিশিয়া
2. মুদ্রা --> দিনার

1. দেশ --> ইন্দোনেশিয়া, মালদ্বীপ
2. মুদ্রা --> রুপাইয়া

1. দেশ --> ফিলিপাইন, মেক্সিকো, কলম্বিয়া, উরুগুয়ে, কিউবা, আর্জেন্টিনা, চিলি
2. মুদ্রা --> পেসো

1. দেশ --> ডেনমার্ক, আইসল্যান্ড, নরওয়ে, সুইডেন
2. মুদ্রা --> ক্রোনার

1. দেশ --> ইরিত্রিয়া, ইথিওপিয়া
2. মুদ্রা --> চির

1. দেশ --> থাইল্যান্ড
2. মুদ্রা --> বাথ

1. দেশ --> রাশিয়া
2. মুদ্রা --> রুবল

1. দেশ --> হাঙ্গেরি
2. মুদ্রা --> ফোরিন্ট

1. দেশ --> দক্ষিণ আফ্রিকা
2. মুদ্রা --> র‌্যান্ড

1. দেশ --> জাপান
2. মুদ্রা --> ইয়েন

1. দেশ --> ইসরাইল
2. মুদ্রা --> সেকেল

1. দেশ --> ভেনিজুয়েলা
2. মুদ্রা --> বলিভার

1. দেশ --> ভিয়েতনাম
2. মুদ্রা --> ডং

1. দেশ --> জাম্বিয়া
​2. মুদ্রা --> কওয়াচা

1. দেশ --> কাজাকিস্তান
2. মুদ্রা --> টেনজে