:::: MENU ::::

Sunday, 18 March 2018

    **রবীন্দ্রনাথের  উপর  কিছু  প্রশ্ন**

১। রবীন্দ্রনাথ ঠাকুর তার পিতামাতার কততম সন্তান?
= চতুর্দশ সন্তান।

২। কত বছর বয়সে রবীন্দ্রনাথ ঠাকুরের প্রথম কবিতা প্রকাশিত হয়?
= তের বছর বয়সে।

৩। রবীন্দ্রনাথ ঠাকুরের প্রথম প্রকাশিত কাব্যগ্রন্থের নাম কি?
= কবি কাহিনী।(গ্রন্থাকারে)

৪। রবীন্দ্রনাথ ঠাকুরের প্রথম প্রকাশিত নাটকের নাম কি?
= বাল্মীকি প্রতিভা।

৫। রবীন্দ্রনাথ ঠাকুরের প্রথম প্রকাশিত
কাব্যগ্রন্থেউপন্যাসের নাম কি?
= বৌ ঠাকুরাণীর হাট।

৬। রবীন্দ্রনাথ ঠাকুরের প্রথম প্রকাশিত ছোট
গল্পের নাম কি?
= ভিখারিনী।

৭। বাংলা ছোট গল্পের জনক বলা হয় কাকে?
= রবীন্দ্রনাথ ঠাকুরকে।

৮। রবীন্দ্রনাথ ঠাকুরের ছদ্মনাম কি?
= ভানুসিংহ ঠাকুর।

৯। গীতাঞ্জলি কাব্য কত সালে প্রকাশিত হয়?
= ১৯১০ সালে।

১০। গীতাঞ্জলি বা Song Offerings এর ভূমিকা লেখেন কে?
= ইংরেজ কবি ডব্লিউ বি ইয়েটস।

১১। রবীন্দ্রনাথ ঠাকুরের উপন্যাসগুলো কি কি?
= শেষের কবিতা, যোগাযোগ, চোখের বালি,
গোরা, চতুরঙ্গ, ঘরে বাইরে ও চার অধ্যায়।

১২। রবীন্দ্রনাথের ’শেষের কবিতা’ কী
ধরনের গ্রন্থ?
= উপন্যাস।

১৩। 'একখানি ছোট ক্ষেত আমি একেলা' এই লাইনটি রবীন্দ্রনাথের কোন কাবিতার?
= সোনার তরী।

১৪। রবীন্দ্রনাথ ঠাকুরের নাটকগুলো কি কি?
= বিসর্জন, রাজা, ডাকঘর, অচলায়তন, চিরকুমার সভা, রক্তকবরী ও তাসের দেশ।

১৫। রবীন্দ্রনাথ  ঠাকুর কতবার ঢাকায় আসেন?
= ২ বার ।

(তথ্যসংগ্রাহক :- প্রিন্স)

Please do Subscribe our YouTube Channel

                "PRINCE'S WORLD"

       YouTube.com/Prince's World

0 comments:

Post a Comment