:::: MENU ::::

Saturday, 3 March 2018

           ***বাংলা  সাহিত্যের  প্রথম***

১) বাংলা ভাষার প্রাচীনতম নিদর্শন -----চর্যাপদ ।

২) আদি মধ্যযুগের নিদর্শন ----- শ্রীকৃষ্ণকীর্তন ।

৩) বঙ্গালি শব্দটি প্রথম পাওয়া যায় ----- চর্যাপদের ৪৯ নম্বর পদে আজি ভুসুকু বঙ্গালি ভয়িলি ।

৪) নাটক শব্দের প্রথম উল্লেখ ------ চর্যাপদের ১৭ নম্বর পদে ।

৫) দাবা খেলার প্রথম উল্লেখ ----- চর্যাপদে ।

৬) মনসামঙ্গল কাব্যের প্রথম কবি ----- কানা হরিদত্ত ।

৭) মনসামঙ্গলের প্রথম মুদ্রিত কাব্য -----কেতকাদাস ক্ষেমানন্দের মনসামঙ্গল কাব্য ।

৮) সংস্কৃত ভাগবতের প্রথম বাংলা অনুবাদক ----- মালাধর বসু ।

৯) বাংলা সাহিত্যের প্রথম সন তারিখ যুক্ত কাব্য ----- মালাধর বসুর শ্রীকৃষ্ণবিজয় কাব্য ।

১০) বাংলা ভাষায় প্রথম রামায়ণ অনুবাদক ----- কৃত্তিবাস ওঝা ।

১১) মধ্যযুগের প্রথম মহিলা কবি ----- চন্দ্রাবতী ।

১২) মহাভারতের প্রথম অনুবাদক ----- কবীন্দ্র পরমেশ্বর ।

১৩) বাংলা ভাষায় রচিত প্রথম চৈতন্য চরিত কাব্য ----- বৃন্দাবন দাসের লেখা চৈতন্যভাগবত ।

১৪) বাংলা ভাষায় প্রথম জীবনচরিত কাব্য -----বৃন্দাবন দাসের লেখা চৈতন্যভাগবত ।

১৫) বাংলা সাহিত্যে প্রথম পাঠ কাব্য ----- কৃষ্ণদাস কবিরাজের শ্রীচৈতন্যচরিতামৃত ।

১৬) প্রথম চন্ডীমঙ্গল কবি ----- মানিক দত্ত ।

১৭) প্রথম ধর্মমঙ্গল রচয়িতা ----- ময়ূর ভট্ট ।

১৮) দেবী স্বপ্নাদেশ ছাড়া রচিত প্রথম মঙ্গল কাব্য ----- ঘনরাম চক্রবর্তীর অনাদি মঙ্গলকাব্য ।

১৯) প্রথম শাক্তপদাবলী রচয়িতা ----- রামপ্রসাদ সেন ।

২০) বাঙালির লেখা বাংলা ভাষায় লেখা ও প্রকাশিত প্রথম গদ্যগ্রন্থ ----- রামরাম বসুর রাজা প্রতাপাদিত্য চরিত্র ।

২১) বাঙালীর লেখা প্রথম ইতিহাস গ্রন্থ ----- রাজাবলি মৃত্যুঞ্জয় বিদ্যালঙ্কার ।

২২) বাংলা ভাষায় রচিত প্রথম ব্যাকরণ গ্রন্থ ----- রামমোহন রায়ের লেখা গৌড়ীয় ব্যাকরণ ।

২৩) বাংলা গদ্যে রচিত প্রথম শোক গ্রন্থ ----- ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের প্রভাবতী সম্ভাষণ ।

২৪) বাংলা ভাষায় প্রকাশিত প্রথম সাময়িক পত্রিকা কোনটি ----- দিকদর্শন ।

২৫) বাংলা ভাষায় প্রকাশিত প্রথম সংবাদপত্র ----- সমাচার দর্পণ ।

২৬) বাঙালি সম্পাদিত এবং বাংলা ভাষায় প্রকাশিত প্রথম সাময়িক পত্র -----বাঙ্গাল গেজেট গঙ্গাকিশোর ভট্টাচার্য ।

২৭) বাংলা ভাষায় পশুপক্ষী বিষয়ক সচিত্র সাময়িকপত্র ----- পশ্বাবলী ।

২৮) বাংলা ভাষায় প্রকাশিত প্রথম সচিত্র মাসিক পত্রিকা ----- রাজেন্দ্রলাল মিত্রের বিবিধার্থ সংগ্রহ ।

২৯) বাংলা ভাষায় প্রকাশিত প্রথম দৈনিক সংবাদপত্র ----- সংবাদ প্রভাকর ।

৩০) প্রথম প্রবন্ধ শব্দটি ব্যবহৃত হয়েছে ----- রঙ্গলাল বন্দ্যোপাধ্যায় বাংলা কবিতা বিষয়ক প্রবন্ধ গ্রন্থ ।

৩১) আধুনিক বাংলা সাহিত্যের প্রথম কাব্য ----- রঙ্গলাল বন্দ্যোপাধ্যায়ের পদ্মিনী উপাখ্যান ।

৩২) বাংলা সাহিত্যের প্রথম সাহিত্যিক মহাকাব্য ----- মাইকেল মধুসূদন দত্তের মেঘনাদবধ কাব্য ।

৩৩) বাংলা সাহিত্যের প্রথম ওড জাতীয় কাব্য ----- মাইকেল মধুসূদন দত্তের ব্রজাঙ্গনা

৩৪) বাংলা সাহিত্যের প্রথম পত্রকাব্য -- --- মাইকেল মধুসূদন দত্তের বীরাঙ্গনা ।

৩৫) বাংলা সাহিত্যের প্রথম সনেট ----- মাইকেল মধুসূদন দত্তের চতুর্দশপদী কবিতাবলী ।

৩৬) বাংলা সাহিত্যের প্রথম ট্রাজেডি নাটক কোনটি ----- যোগেশ চন্দ্র গুপ্তের কীর্তিবিলাস ।

৩৭) বাংলা সাহিত্যের প্রথম মৌলিক মধুরান্তিক বা কমেডি নাটক ----- তারা চরণ শিকদারের ভদ্রার্জুন ।

৩৮) বাংলা সাহিত্যে প্রথম সামাজিক ট্রাজেডি নাটক ----- উমেশচন্দ্র মিত্রের বিধবা বিবাহ ।

৩৯) বাংলা সাহিত্যের প্রথম সার্থক ট্রাজেডি নাটক ----- মাইকেল মধুসূদন দত্তের কৃষ্ণকুমারী ।

৪০) বাংলা সাহিত্যে প্রথম ঐতিহাসিক নাটক ----- মাইকেল মধুসূদন দত্তের কৃষ্ণকুমারী নাটক ।

৪১) বাংলা সাহিত্যের প্রথম উপন্যাস ধর্মী রচনা ----- প্যারীচাঁদ মিত্রের আলালের ঘরে দুলাল ।

৪২) বাংলা সাহিত্যের প্রথম সার্থক উপন্যাস ---'- বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় এর দুর্গেশনন্দিনী ।

৪৩) আধুনিক মুসলমান সাহিত্যিকের রচিত প্রথম উপন্যাস ----- মীর মশাররফ হোসেনের রত্নবতী ।

৪৪) মুসলমান সাহিত্যিক রচিত প্রথম বাংলা নাটক ----- বসন্তকুমারী নাটক ।

৪৫) বাংলা সাহিত্যে প্রথম পারিবারিক উপন্যাস ----- তারকনাথ গঙ্গোপাধ্যায় লেখা স্বর্ণলতা ।

৪৬) বাংলা সাহিত্যে প্রথম জ্ঞানপীঠ পুরস্কার ----- তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায় গণদেবতা উপন্যাসের জন্য ।

৪৭) বাংলা সাহিত্যে প্রথম সাহিত্য একাডেমী পুরস্কার পান ----- জীবনানন্দ দাশ তাঁর শ্রেষ্ঠ কবিতার জন্য ।

৪৮) বাংলা সাহিত্যের প্রথম কোন লেখিকা পুরস্কার পান ------ আশাপূর্ণা দেবী প্রথম প্রতিশ্রুতি জন্য ।

৪৯) প্রথম রবীন্দ্র পুরস্কার প্রাপ্ত গ্রন্থ ----- সতীনাথ ভাদুড়ীর জাগরী ।

_(সংগৃহীত)

** Do  Subscribe  our  YouTube  Channel**

                      "PRINCE'S  WORLD"

2 comments: